• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

প্রকাশ:  ২১ জুলাই ২০২২, ১৮:৫৩
নিজস্ব প্রতিবেদক

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমেছে। আন্তঃব্যাংক লেনদেনে আবারও বৃহস্পতিবার প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। গত মঙ্গলবার এ বিনিময় হার ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

গত বছরের ২১ জুলাই প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরে টাকার মূল্য ১১ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

আমদানি মূল্য বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমার কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের ঘাটতি তৈরি হয়েছে।

রপ্তানি আয়ের তুলনায় আমদানি খরচ বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে আছে।

গত অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। অন্যদিকে রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

এতে এক বছরে রেকর্ড ৩০ দশমিক ৮১ শতাংশ বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

ডলারের দাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close